‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’ করিয়ে এইডসে আক্রান্ত ৩ নারী
টুইট ডেস্ক : স্পা-তে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ করিয়ে এইডস রোগে আক্রান্ত হয়েছেন তিনজন নারী। এমন ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
আমেরিকায় স্বাস্থ্য বিষয়ক সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়, লাইসেন্স না থাকায় ২০১৮ সালে নিউ মেক্সিকোর ওই স্পাটি বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এর মালিক এখন জেলে রয়েছেন।
তবে ওই স্পা-এর এক নারী গ্রাহকের সম্প্রতি এইডস সংক্রমণ ধরা পড়লে আরও নড়েচড়ে বসে দেশটির প্রশাসন। এরপর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর এক তথ্য, মুখে রক্ত মেখে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ করিয়েছিলেন ওই নারী।
জানা যায়, যে সরঞ্জাম একবারই ব্যবহার হওয়ার কথা, সেই সরঞ্জাম একাধিকবার ব্যবহার করা হত ওই স্পা-তে। বাদ যেত না লেবেল ছাড়া রক্তের শিশিও! ঠিক কীভাবে ওই নারী সংক্রমিত হলেন? তা অবশ্য স্পষ্ট নয়।
তবে তিনি একা নন, ওই স্পা-তে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ করানোর পর এইডস আক্রান্ত হয়েছেন আরও বেশ কয়েকজন। আরও যারা গ্রাহক ছিলেন, তাদেরও এইআইভি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দপ্তর। তবে এখন পর্যন্ত নতুন কোনও আক্রান্তের সন্ধান মেলেনি।
প্রসাধনের জগতে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ এখন নতুন ট্রেন্ড। এতে ঝুঁকিও অপেক্ষাকৃত কম, এমনটাই মনে করা হত এতদিন। কিন্তু এই ঘটনা ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের।