৮০ লেগ স্পিনার খুঁজে পেয়েছে বিসিবি
টুইট ডেস্ক : বর্তমানে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছেন লেগ-স্পিনাররা। বিশেষত এশিয়ান দেশগুলোকে বর্তমানে এদিক থেকে এগিয়ে বলা যায়। তবে নিয়মিত খেলানোর মতো একজন লেগ-স্পিনারের প্রত্যাশায় লম্বা সময় ধরে অপেক্ষা করছে বাংলাদেশ।
ওই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি। পাকিস্তানের শাহেদ মেহমুদের নেতৃত্বে এই ডেভেলপমেন্ট বিভাগ বড় সুখবরই দিয়েছে। যদিও তা এখনও প্রাথমিক পর্যায়ের!
দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেগ-স্পিনার বাছাই করে ৮০ জনের তালিকা করেছে বিসিবি। তাদের আবার পরখ করে দেখতে ২ এবং ৩ মে সময় চূড়ান্ত হয়েছে। গতকাল (শনিবার) এই তথ্য নিশ্চিত করেছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
সুজন বলছিলেন, ‘লেগ স্পিনার নিয়ে অবশ্যই আমাদের বাড়তি চিন্তা আছে। (বিসিবির গেম) ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে।
এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি। খুঁজে বের করেছি ৮০ জনকে। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী…সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে।’
এসব তরুণ প্রতিভা নিয়ে পরবর্তী পদক্ষেপও জানান সুজন, ‘শিগগিরই আমরা দুই ভাগে ৪০ জন করে ৮০ জনের সঙ্গে ক্যাম্প শুরু করব। আগামী ২ ও ৩ মে এই ক্যাম্প হবে। সেখানে আমরা বাছাই করে এই ক্যাম্পটা আরও ছোট করব। পরে ২০ জনে এনে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করব।’
এই ক্যাম্প থেকে লেগ-স্পিনার পেতে আশাবাদী সুজন, ‘আমাদের এখন অনেক লেগ-স্পিনার উঠে আসছে। আমি খুবই খুশি। আগে যথাযথ যত্নের অভাব ছিল। এজন্য লেগ-স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে।
আমি খুব খুশি যে, মুশতাক (আহমেদ) ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মনে করি, উনি যদি বেশি সময় ধরে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান (লেগ-স্পিন ক্যাম্প) থেকে বেশ কয়েকজন লেগ-স্পিনার পাওয়া যাবে।’