পুলিশ ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করতে চায় সরকার : রিজভী

ফাইল ছবি

টুইট ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পোশাক শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় সরকার। রোববার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এসময়ের মধ্যে ১৩টি মামলা হয়েছে, তাতে ১ হাজার ৪৮৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তার মধ্যে একজন সাংবাদিকসহ ৪০ জনকে আহত করা হয়েছে।

রিজভী বিশেষভাবে মন্তব্য করেছেন, সরকার ক্ষমতা হাস্তান্তরের আহ্বান করে বিরোধীদলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও গুম শুরু করেছে। চতুর্থ দফায় অবরোধ চলাকালে নেতাকর্মীদের গ্রেপ্তারের সমালোচনাও করেন রিজভী। সরকারকে জনগণের ভাগ্য উন্নয়নের দায়িত্ব না নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান রিজভী।