ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত
টুইট ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) অধিকৃত এই অঞ্চলের তুলকারম শহরের নুর শামস এলাকায় এই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে নুর শামস এলাকায় অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। একের পর এক ইসরায়েলি সামরিক যান সেখানে জড়ো হতে থাকে। গোলাগুলির শব্দও শোনা যায়। এ ছাড়া এই সময় ওই এলাকার আকাশে অন্তত তিনটি ড্রোন উড়তে দেখা গেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৬ বছর বয়সী এক ছেলেও রয়েছে। গত কয়েক মাসে পশ্চিম তীরে একদিনে এত মানুষ মারা যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীও ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত ও গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া গোলাগুলিতে অন্তত চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।
পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হলো তুলকারম শহর। এই শহরে বহু বছর ধরে ফিলিস্তিনিরা বসবাস করে আসছেন। বিভিন্ন ফিলিস্তিনি উপদল নিয়ে গঠিত তুলকারম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলি করেছে।
পশ্চিম তীরে বহুদিন ধরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়ে আসছেন ফিলস্তিনিরা। বিশেষ করে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই সহিংতার মাত্রা আরও বেড়ে যায়।
এই সময় ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি গ্রেপ্তার এবং শত শত মানুষ মারা গেছেন। তবে গাজা যুদ্ধের কারণে পশ্চিম তীরের সহিংসতার ঘটনা চাপা পড়ে গেছে।