তীব্র তাপপ্রবাহে ৪৪ জেলা, বাড়বে অস্বস্তি

টুইট ডেস্ক : তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। দেশের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। এতে জনজীবনে বাড়তে পারে অস্বস্তি।

রোববার (২১ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব আশঙ্কার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের বাকি ৮ জেলা এবং ঢাকা বিভাগের ১৩ জেলার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আর ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ বরিশাল বিভাগের ৬ জেলা এবং রাজশাহী বিভাগের অবশিষ্ট ৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।

যশোরে শনিবার (২০ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা, পাবনা ও গাজীপুরে হিট স্ট্রোকে মারা গেছেন ৩ জন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ রোববার দেশের সর্বনিম্ন ২০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, রোববার রংপুর বিভাগে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ পরিস্থিতি আগামী ৩ দিন থাকতে পারে। তবে এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করতে পারে।