গাজায় শিশুদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই
টুইট ডেস্ক : গাজা উপত্যকার হাসপাতালগুলোর অবস্থা এখন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের মুখপাত্র টবি ফ্রিকার। তিনি এ অবস্থার কারণে গাজার শিশুদের জন্য এখনো কোনো নিরাপদ জায়গা নেই বলে জানান।
জর্ডান থেকে টবি ফ্রিকার আল জাজিরাকে জানান, এই মুহূর্তে গাজা উপত্যকায় কোনো শিশু নিরাপদভাবে থাকতে পারছে না। এছাড়া, তিনি বলেছেন, “একবার কল্পনা করুন, এই শিশুদের বাবা-মা কীভাবে এসব অত্যন্ত কঠিন সময়ে এসব মেনে নিবেন তা”। এইটা সত্যিই বিপর্যয়কর হয়েছে।
ফ্রিকার আরও যোগ করেছেন, গাজায় ভয়াবহ বোমা হামলা থাকায় এখন শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের অবশ্যই আন্তর্জাতিক সংস্থার সাহায্য প্রয়োজন।
ইউএন ডেভলেপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার এক বার্তায় জানিয়েছেন, শনিবার রাতে গাজায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কার্যালয়ে ইসরায়েল চালিয়েছে হামলা। কম্পাউন্ডে থাকা যারা আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে মৃত্যু ও আহতের খবর পাওয়া গেছে।
স্টেইনার আরও জানান, এই ধরনের হামলা থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে এবং এমন হামলাকে ‘ন্যাক্কারজনক ও সব দিক দিয়েই ভুল।