চোরাগোপ্তা হামলা করে নেতাকর্মীকে হ’ত্যার অভিযোগ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক : চোরাগোপ্তা হামলা চালিয়েছে চার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী। এছাড়াও গত কয়েক দিনে হামলায় গুরুতর আহত হয়েছেন ১৬ নেতাকর্মী।
শুক্রবার এক বিবৃতি দিয়ে জামায়াতে ইসলামী মহাসচিব (ভারপ্রাপ্ত) এ টি এম মা’ছুম অভিযোগ করেন, শুক্রবার নাটোরের সিংড়ায় জামায়াত নেতা আবদুর রাজ্জাককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।
এ টি এম মা’ছুম বলেন, আবদুর রাজ্জাক জুমার নামাজ শেষে তাঁর বাড়ি ফিরছিলেন। পথে সাত থেকে আটজন দুর্বৃত্ত উপজেলার কালিগঞ্জ কলেজের পাশে অপেক্ষমাণ একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে মারাত্মকভাবে জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়।
পৃথক এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, গত ২৯ অক্টোবর থেকে রাজশাহী, ভোলা ও রংপুরে তাদের চার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গত রোববার হত্যা করা হয় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের আরও ৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে জামায়াতের ১ হাজার ৯৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে পুলিশ ও ক্ষমতাসীনদের হামলায় প্রায় চার শ জন আহত হয়েছেন।
সরকারের দমন-পীড়ন এবং গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ টি এম মা’ছুম বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা হবে।