কত টাকার মাইনের স্কুলে পড়তেন শাহরুখ খান?
টুইট ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।
তবে আজ পরিস্থিতি ও সময় পক্ষে থাকলেও ছিল না ছোটবেলায়। মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন। তার স্কুলের বেতন মেটাতে হিস্মশিম খেতে হতো বাবা-মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মধ্য দিল্লিতে অবস্থিত সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন শাহরুখ। তিনি ছিলেন মেধাবী এক ছাত্র। ক্লাসে স্ট্যান্ড করতেন। এক থেকে তিনের মধ্যে থাকত তার র্যাংক।
লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যেতেন হকি এবং ফুটবল খেলা। অলরাউন্ডার হওয়ার কারণে স্কুলের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড-দ্যা শোর্ড অফ অনার জিতেছিলাম শাহরুখ।
জানেন কি, যে স্কুলে পড়তেন শাহরুখ, তার মাইনে কত ছিল? শোনা যায়, আজ থেকে ৫ দশক আগে সেই স্কুলের মাইনে নাকি ছিল ৫০ টাকা। এই টাকা দিতেও হিমশিম খেতে হত শাহরুখের বাবা-মাকে।
প্রতিবেদনে আগেই বলা হয়েছে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন শাহরুখ। বাবা ব্যবসায়ী হলেও ধনী ছিল না পরিবার। দারিদ্রতা নিয়ে বড় হয়েছিলেন শাহরুখ। হলে অর্থের মূল্য জানেন তিনি।