নীতুর অনুমানে বাবার যে গুণ পাবে রাহা
বিনোদন ডেস্ক : দেখতে দেখতে দেড় বছর বয়স হয়ে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহার। বাবা হিসাবে রণবীর ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন শ্বশুর মহেশ ভাট ও শাশুড়ি সোনি রাজদানের। এবার ছেলের গুণ নাতনি রাহার মধ্যে সঞ্চারিত হবে বলে নিশ্চিত ঠাকুমা নীতু কাপুর।
সম্প্রতি মা ও বোনকে সঙ্গে নিয়ে কপিল শর্মার নতুন শোয়ে আসেন রণবীর। সেখানেই কপিলের নানা প্রশ্নের উত্তর দেন রণবীর-নীতুরা।
রাহা বাবার কোন গুণ পাবে সেই প্রশ্নে নীতু জানান, ঋষি কাপুর ছোটবেলা থেকেই তার দুই ছেলেমেয়ে রণবীর ও রিদ্ধিমাকে পারিবারিক মূল্যবোধ দিয়ে বড় করেছেন। নীতু বলেন, আমার দুই ছেলেমেয়ে খুব বাধ্য ছিল। কখনও উঁচু গলায় কথা বলেনি বাড়িতে।
নীতুর ধারণা বাবার এই গুণগুলো মেয়ে রাহা পাবে। তবে রণবীর জানিয়েছেন, বাবা তাকে আরও একটি বিষয় শিখিয়ে গিয়েছেন, মা নীতুকে শর্তহীন ভাবে ভালোবাসতে। আর সেই কাজটাই করে চলেছেন রণবীর।
বাবা বুঝিয়েছিলেন জীবন এবং বাড়ির কেন্দ্রে রয়েছেন নীতু। তিনি যতক্ষণ রয়েছেন, ততক্ষণ তাদের জীবনে কোনো বাধাবিপত্তি আসবে না। বাবার এই শিক্ষা অক্ষরে অক্ষরে মেনে চলেন রণবীর।