২১ দিনে অনশন ভাঙলেন ওয়াংচুক
টুইট ডেস্ক : ২১ দিন পর গত মঙ্গলবার অনশন ভেঙেছেন ভারতের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা মোদি এবং অমিত শাহকে কেবল রাজনীতিবিদ হিসেবে ভাবতে চাই না, তাদের রাষ্ট্রনায়ক হিসেবে ভাবতে চাই। তবে এর জন্য তাদের কিছুটা দূরদর্শিতা দেখাতে হবে।
ওয়াংচুক গত তিন সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। তিনি জনগণকে এবার খুব সাবধানে তাদের ব্যালট শক্তি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের পর লাদাখ গত চার বছরে বেশ কয়েকটি বিক্ষোভের সাক্ষী হয়েছে। লেহ এবং কার্গিল উভয় অঞ্চলের সদস্যদের নিয়ে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছিল গত বছর; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য।
এর মধ্যে ছিল সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত সুরক্ষা, সেই সঙ্গে রাজনৈতিক প্রতিনিধিত্বের মতো বিষয়গুলো। গত ৪ মার্চ পর্যন্ত এই দুটি মূল ইস্যুতে ঐক্যমতে না পৌঁছানোয় ওয়াংচুক ৬ মার্চ তার অনশন শুরু করেন।
ওয়াংচুকের অনশনকে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সসহ লাদাখের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংস্থা সমর্থন করেছে। কেডিএর সদস্যরাও কার্গিলে অনশন করছেন এবং মঙ্গলবার তাদের ধর্মঘট তৃতীয় দিনের মতো পালিত হয়েছে।
এর আগে একটি ভিডিওতে ওয়াংচুক বলেছিলেন, একদিকে তারা ভারতীয় শিল্পপতিদের কাছে নিজেদের জমি হারাচ্ছেন। অন্যদিকে, তারা চারণভূমি হারাচ্ছে চিনের কাছে, চিন উত্তর থেকে ভারতের ওপর আগ্রাসন করছে। এছাড়া গত পাঁচ বছরে ভারতীয় ভূখণ্ডের বিশাল অংশ দখল করেছে চিন।