ফের পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন বাবর আজম!
টুইট ডেস্ক : গত বছর ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই একরকম টালমাটাল অবস্থায়ই চলছে পাকিস্তান ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ডে এসেছে একের পর এক পরিবর্তন, বদল হয়েছে অধিনায়ক, নির্বাচক, কোচ, টিম ডিরেক্টর। তবে এতসব রদবদলের পরও দৃশ্যত কোনো পরিবর্তন আসেনি দলটির পারফর্ম্যান্সে।
বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। এরপর টেস্ট ক্রিকেটে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
তবে এ দুজনের অধীনেও সফলতা পায়নি পাকিস্তান। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছে বাবর আজমরা। এরপর নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও শাহিন আফ্রিদির নেতৃত্বে বাজেভাবে হেরেছে পাকিস্তান।
এরপর বেশ কিছুদিন থেকেই গুঞ্জণ শুরু হয়েছে, আফ্রিদিই বাবরদের অধিনায়ক থাকবেন কি না তা নিয়ে। এদিকে গতকাল নতুন নির্বাচক কমিটি ঘোষণা দিতে গিয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিও ঘোষণা দিয়েছেন যে, ফের বদল হতে পারে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি নিজেও আসলে জানি না কে অধিনায়ক হবে। শাহিনই অধিনায়ক থাকবে নাকি নতুন কোনো অধিনায়ক আসবে তা ফিটনেস ক্যাম্পের পরই ঠিক করা হবে। টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলো দেখার পরই সিদ্ধান্ত নেয়া হবে।’
এদিকে জিও নিউজের এক প্রতিবেদনে সুত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ফের পাকিস্তানের অধিনায়ক হতে চলেছেন বাবর। খুব শীঘ্রই তিনি পিসিবি কর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকও হওয়ার কথা রয়েছে তাঁর।
এদিকে কদিন আগে পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি একটা সমাধান চাই। শাহিনই অধিনায়ক থাকুক বা অন্য কেউ হোক, আমরা তাঁর উপরই ভরসা করতে চাই, তবুও বারবার অধিনায়ক বদলাতে চাই না।