১০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন, বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আরামবাগ ও গাবতলীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।

অন্যদিকে, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কনট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি হাত বোমা বিস্ফোরিত হয়েছে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাত বোমা বিস্ফোরিত হওয়ার খবর পাই। এর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে চলে আসি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে বোমা দুটি নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রোববার ও সোমবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। অবরোধ শুরু হওয়ার আগে বাসে আগুন ও হাত বোমার বিস্ফোরণের এসব ঘটনা ঘটল।