ক্যাটরিনার বিরক্তির কারণ জানালেন ভিকি
বিনোদন ডেস্ক : ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ জুটি দেখতে দেখতে বিয়ের দুবছর পার করে ফেলেছেন। বিয়ের পরে অবশ্য এই দুই তারকার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয় তাদের সম্পর্কের রসায়ন।
মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারে ছেলে ভিকি। অপরদিকে, ক্যাটরিনা বিদেশিনী। তবে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ। কিন্তু সম্পর্কে জড়ানোর পরে একটা সময় ভিকিকে বড্ড ‘খিটখিটে’ ও ‘বদমেজাজি’ বলেই মনে হত ক্যাটরিনার।
কিন্তু কেন, সেই কারণ জানালেন অভিনেতা। সম্প্রতি নেহা ধুপিয়ার ‘নো ফিল্টার নেহা’ শোয়ে হাজির হয়ে এ বিষয়েই মুখ খুলেছেন ভিকি কৌশল।
প্রশ্নের উত্তরে ভিকি বলেন, সম্পর্কে জড়ানোর প্রথম দুবছর ক্যাট নাকি তাকে শুধুই ‘খড়ুস’ বা (বদমেজাজি) বলে ডাকতেন।
এমন কেন মনে হত ক্যাটরিনার? এ নিয়ে ভিকি জানান, অভিনেত্রীর নাকি তার মুখটা দেখলেই মনে হত, তিনি রেগে আছেন। এখানেই শেষ নয়, ভিকির ওপর আরও কিছু বিষয়ে বিরক্ত ক্যাটরিনা।
তিনি জানান, তার স্ত্রী ক্যাটরিনা মনে করেন, তিনি উপহার দেওয়ার ব্যাপারে এক্কেবারেই রোম্যান্টিক নন।
আর তখনই নেহা ধুপিয়া ভিকিকে প্রশ্ন করেন, তিনি স্ত্রী ক্যাটরিনার জন্য শেষ কী উপহার কিনেছেন? উত্তরে ভিকি জানান, গয়না।
নেহার শোয়ে এসে তাদের দাম্পত্য জীবনের অনেক গোপন কথাই খোলসা করলেন ভিকি। পাশপাশি, স্ত্রী ক্যাটরিনার মেজাজের কথাও জানালেন অভিনেতা।
তবে ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, ক্ষমাটা যে ভিকিই চান, সে কথাও স্পষ্ট করলেন অভিনেতা।