ভারতে যাচ্ছে না বসুন্ধরা কিংস

খেলা ডেস্ক : সব প্রস্তুতি নেওয়ার পর অনিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসের ভারতে এএফসি কাপে খেলতে যাওয়া। আজই দলটির ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল রাতে কিংস কর্তৃপক্ষ জানিয়েছেন তারা যেতে পারছেন না, কারণ গতকাল পর্যন্ত কিংস ভিসা পায়নি।

২৪ অক্টোবর ভারতের মোহন বাগান সুপার জায়ান্টারের বিপক্ষে বসুন্ধরা কিংসের ফিরতি ম্যাচ। ভুবনেশ্বরে হবে খেলা। ঐ দিনই গ্রুপের আরও একটি খেলা রয়েছে, সেটি উড়িষ্যা এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের মধ্যে। গতকাল রাতে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত দুই পৃষ্ঠার একটি ব্যাখ্যা পাঠিয়েছেন, কেন তারা ভারতে খেলতে যেতে পারছেন না। তারা জানিয়েছেন গতকাল ২১ অক্টোবর পর্যন্ত ভিসা হাতে পাননি। হোটেল বুকিং, ফ্লাইট বুকিং সবই সম্পন্ন।

কিন্তু সময়মতো যেতে না পারায় দুটোই বাতিল করতে হচ্ছে। কবে ভিসা পাবেন, তারও কোনো নিশ্চয়তা নেই। বসুন্ধরা কিংস জানিয়েছে বাফুফে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মাধ্যমেও বার বার অনুরোধ করার পরও ভিসা জটিলতা কাটেনি।