দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন জারদারি
টুইট ডেস্ক: পাকিস্তানের পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ ঘোষণা করে।
শনিবারের (৯ মার্চ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেহমুদ খান আচাকজাইকে হারিয়ে জারদারি ৪১১ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আচাকজাই মাত্র ১৮১ ভোট পেয়েছেন।
ইসিপি প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা জানান, করাচি, লাহোর, কোয়েটা, পেশোয়ার, ও ইসলামাবাদে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১ হাজার ৪৪টি ভোট পড়েছে, যার মধ্যে ৯টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে, এর ফলে মোট বৈধ ভোটের সংখ্যা হয়েছে ১ হাজার ৩৫টি।
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় মাধ্যমে প্রথম বারের মতো বেসামরিক ব্যক্তি হিসেবে আসিফ আলী জারদারি দ্বিতীয়বার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
এর আগে জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানের নির্বাচিত আইনপ্রণেতারা গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচন করেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া ছাড়া সবকটি প্রাদেশিক পরিষদে পরাজিত হন আচাকজাই। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এসআইসিতে যোগ দিয়ে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সেখানে সরকার গঠন করেছে।