ইসরায়েলকে সহায়তার প্রতিবাদে জার্মান পদক ফেরত দিলেন ২ শিল্পী
টুইট ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে জার্মানির সহায়তার প্রতিবাদে দেশটির গ্যোটে পদক ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও মিসরের দুজন শিল্পী। আজ শনিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
গ্যোটে পদক জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক সাংস্কৃতিক নীতি পুরস্কার। আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এই পদক দেওয়ার মাধ্যমে সম্মানিত করে দেশটি।
পদক ফেরত দেওয়া শিল্পীদের একজন জুকিসওয়া ওয়ানার। তিনি একজন দক্ষিণ আফ্রিকান ঔপন্যাসিক। ২০২০ সালে প্রথম আফ্রিকান নাগরিক হিসেবে তিনি এই পদক পেয়েছিলেন।
জুকিসওয়া ওয়ানার বলেন, আমি চুপ থাকতে পারব না। গাজার এত মানবিক বিপর্যয়ের প্রতি নির্দয় সরকার থেকে দেওয়া একটি পদক আমি রাখতে পারব না।
অন্যদিকে মিসরীয় শিল্পী মোহাম্মদ আবলা ২০২২ সালে এই পদক পেয়েছিলেন। তিনিও ঘোষণা করেছেন সবার বিবেক জাগ্রত হতে পারে এই আশায় পদক ফিরিয়ে দিচ্ছেন।
মিডল ইস্ট আই ওয়েবসাইটকে আবলা বলেন, জার্মান সরকার সমতা ও ন্যায়বিচারের কথা বলে। একই সঙ্গে ফিলিস্তিনিদের দুর্দশা ও অধিকারকে উপেক্ষা করে এবং ইসরায়েলকে অস্ত্র দেয়। এটার কোনো মানে হয় না।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক ইউরোপের দেশ জার্মানি। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।