রানে ফিরতে ব্যাটিং কৌশল নিয়ে কাজ করছেন শান্ত

টুইট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ের মুখ দেখেছিল বাংলাদেশ দল। তবে গতকাল দ্বিতীয় ম্যাচে এসে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ের দেখা পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ম্যাচ জিততে পেরেছি, ভালো লাগছে। আমার মনে হয় দুইটা ম্যাচেই আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচটা জিততে পারিনি। যেভাবে আমরা সবাই দল হিসেবে খেলতে পেরেছি খুবই খুশি।’

বিপিএলে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্ত। তবে চেষ্টা করে যাচ্ছিলেন ফর্মে ফেরার জন্য। এদিন অবশ্য ৫৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরাও হয়েছেন শান্ত।

সেই ইনিংস নিয়ে বলছিলেন, ‘হ্যাঁ (আমার) বিপিএলটা ভালো যায়নি। চেষ্টা করছি ব্যাটিংয়ে যে ঘাটতি ছিল সেটা নিয়ে কাজ করার। আজকে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করব সামনে এটা ধরে রাখার।’

ফর্মে ফেরার জন্য নতুন করে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যাটিং নিয়ে কাজ করছিলাম। কী নিয়ে কাজ করছিলাম তা বলতে চাই না, অবশ্যই টেকনিক্যাল বিষয়।

তবে এ নিয়ে কাজ করাতে যে আজকের ম্যাচে ফল এসেছে এমন কিছু না। অনেক দিন থেকেই একটা জিনিস ঠিক করার চেষ্টা করছি। আরও একটু ভালো করতে হবে।’