বিচ্ছেদের পরেও একসঙ্গে শুটিং করেছিলেন সালমান-ক্যাটরিনা
টুইট ডেস্ক : অল্প সময়ের জন্য হলেও সম্পর্কে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সময়ের সঙ্গে সঙ্গে তাদের পথ আলাদা হয়ে যায়। তারপরেও একসঙ্গে কাজ করেছেন তারা। দু’জনের সম্পর্কের এক দুর্বল মুহূর্ত নিয়ে আলোকপাত করলেন পরিচালক কবীর খান।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম সিনেমা ছিল ‘এক থা টাইগার’। এই সিনেমাতে জুটি বেঁধেছিলেন সালমন-ক্যাটরিনা। টাইগার-জোয়া জুটিকে পছন্দ করেছিলেন দর্শক।
কিন্তু পর্দার রসায়নের নেপথ্যে শুটিংয়ের সময়ে দু’জনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি। ঘটনাটি প্রকশ্যে এনেছেন সিনেমার পরিচালক কবীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিনেমার অভিনেতা নির্বাচন প্রসঙ্গে কবীর বলেছেন, ‘‘তখন ওদের সবে বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে ওরা খুব বেশি স্বচ্ছন্দ ছিলেন না।’’
পরবর্তী সময়ে সিনেমার সিক্যুয়েলের সময় সালমানের কাছে প্রশ্ন রাখা হয় যে জোয়া চরিত্রটি নিয়ে কোনো আলাদা সিনেমা তৈরি হলে তার মত কী? উত্তরে ভাইজান বলেন, ‘‘হতেই পারে।
কিন্তু জোয়া তো টাইগারকে ছাড়া অসম্পূর্ণ! তাই পুরো সিনেমাতে না থাকলেও ক্লাইম্যাক্সে কিন্তু জোয়াকে রক্ষা করতে টাইগারকে আসতেই হবে।’’