রমজানে আল-আকসায় নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনিরা
টুইট ডেস্ক: আসন্ন রমজান মাসে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনিরা।
মঙ্গলবার (৫ মার্চ) ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছরগুলোর মতো চলতি বছরের রমজান মাসেও মুসলিম সম্প্রদায়ের মানুষদের আল-আকসা মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে।
বিগত বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত সংখ্যক মুসল্লি আল-আকসায় নামাজ আদায় করতে আসতেন, এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও আল-আকসার আশপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং তার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে ইসরাইল।
প্রতি বছর রমজান মাসে লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করতে আল-আকসা মসজিদে জড়ো হন। কিন্তু হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের কারণে এ বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ বছরের রমজান মাসে আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দেয়ার পক্ষে ছিল না ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গাভিরও বলেছিলেন, ‘এবারের রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশ করতে দেয়া উচিত হবে না।’
বেন গাভির ওই মন্তব্যের পরই আল-আকসা মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।