বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর আদেশ
টুইট ডেস্ক: রাজধানীর গুলশান থানায় করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মঙ্গলবার (৫ মার্চ) এ নির্দেশ দেওয়া হয়।
হাফিজ উদ্দিন আহমেদ হুইল চেয়ারে চেপে আদালতে হাজির হন এবং আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালতের দ্বারা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কারাগারে ডিভিশন ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য আদেশ দেওয়া হয়েছে।
রাজধানীর গুলশান থানায় করা একটি নাশকতার মামলায় ২১ মাসের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জামিনের জন্য আদালতে হাজির হন। আত্মসমর্পণ করে জামিন চান তিনি। অন্যদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে গত ১৪ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ডিসেম্বর আদালত তার ২১ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পরে গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।