বীরত্বপূর্ণ পদক পেলেন বিজিবির ৭২ সদস্য
টুইট ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৭২ জনকে পদক প্রদান করেছেন।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পিলখানায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি অংশ নেন।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে বিজিবি’তে ৭২ জনকে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদান করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করে।
বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, শৃঙ্খলা মেনে চলবেন, চেইন অব কমান্ড মেনে চলবেন।”
বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণে ভয়াবহ সেই বিদ্রোহের স্মৃতি স্মরণ করে শেখ হাসিনা বলেন, “বিজিবির তৎকালীন মহাপরিচালকসহ যে সকল সদস্য নিহত হয়েছে, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই।