শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক: জাতীয় পরিষদে ২০১ ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। যিনি দ্বিতীয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে চলেছেন। পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপিসহ আট দল মিলে সরকার গঠনের লক্ষ্যে জোটভুক্ত হয়।

ওই আট দলের প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন শাহবাজ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআই এর প্রার্থী ওমর আইয়ুব খান। যাকে নিজেদের প্রধানমন্ত্রী প্রার্থী করতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র এমপি বা এমএনএরা। ওমর আইয়ুব ৯২ ভোট পেয়েছেন।

রোববার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভোট গণনা শেষে স্পিকার সরদার আয়াজ সাদিক ফলাফল ঘোষণা করেন এবং শাহবাজকে জাতীয় পরিষদের নেতার আসন গ্রহণ করার আহ্বান জানান বলে জানায় দৈনিক ডন।