বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
টুইট ডেস্ক : পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে ভারতে। এরপরও বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ পাঠাবে ভারত।
শুক্রবার (১ মার্চ) ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি জানিয়েছে।
জানা গেছে, বিশেষ ক্ষমতায় বাংলাদেশে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড সম্পন্ন করবে।
এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত রপ্তানি নিষেধাজ্ঞা বহাল থাকলেও বিশেষ উদ্যোগে বাংলদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত।
তবে এর পরদিনই আবার এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন খবর দেয় ভারতের কয়েকটি গণমাধ্যম। এরমধ্যেই পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত কার্যকর করার কথা জানাল নয়াদিল্লি।
এদিকে গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এরপর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। পেঁয়াজের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি দাম।