সেভিয়ার বিপক্ষে ড্র করলো রিয়াল মাদ্রিদ
খেলা ডেস্ক : লা লিগায় অল্পের জন্য বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র’য়ে হার এড়িয়েছে মাদ্রিদিস্তানরা।
সেভিয়ার মাঠে প্রথমার্ধের তিন ও সাত মিনিটে দুটি গোল করে রিয়াল। দুটিই বাতিল হয় অফসাইড আর ফাউলের কারণে। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ডেভিড আলবার আত্মঘাতী গোলে পিছিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। বাঁ প্রান্ত থেকে মার্কাস আকুনা ক্রস করেন রিয়ালের বক্সে। আলাবা তাকে ঠেকাতে বল কেপার দিকে বাড়ান। তবে বলের গতিপথ পরিবর্তন হয়ে জালে জড়িয়ে যায়।
চার মিনিট বাদেই সমতা টেনে রিয়ালের মান বাঁচান দানি কারাবাহাল। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে বল পেয়ে কাছের পোস্টে জড়ান তিনি। ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থান মজবুত রেখেছে কার্লো আনচেলত্তির দল।