পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী নাওয়াজ শরীফের কন্যা মরিয়ম নাওয়াজ
বিশ্ব ডেস্ক: পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের কন্যা মরিয়ম নাওয়াজ।
পাকিস্তানের দৈনিক দ্য ডন লিখেছে, ‘পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) তাকে মনোনীত করেছে।’
পাঞ্জাবের গভর্নর বালিগুর রহমানের ডাকা অধিবেশনে দেশটির বৃহত্তম প্রাদেশিক পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা স্থানীয় সময় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিদায়ী স্পিকার সিবতাইন খানের কাছে শপথ বাক্য পাঠ্ করেন।
এর আগে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্ধারণে বিষয়ে সমঝোতায় আসে পিএমএল-এন।
গত বুধবার (২১ ফেব্রুয়ারি) এক বৈঠকে পিএমএল-এন তাদের দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করে।
মারিয়ম নাওয়াজ এবারই প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেন।
উল্লেখ্য যে, এর আগে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে যোগদেন ইমরান সমর্থিত স্বতন্ত্ররা । ফেব্রুয়ারির ৮ তারিখে অনুষ্ঠিত পাকিস্তানের দ্বাদশ পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত বিজয়ী প্রায় সব স্বতন্ত্র প্রার্থী আনুষ্ঠানিকভাবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগদান করে।
পাকিস্তানের দৈনিক দ্য ডন জানায়, বিশেষ কারণে চারজন ব্যতীত অন্য সকল স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনে তাদের হলফনামা জমা দেন বলে নিশ্চিত করেছে পিটিআই।
এ সময় ন্যাশনাল পার্লামেন্টের ৮৫ জন, খাইবার পাখতুনখাওয়া (কেপি) অ্যাসেম্বলির ৮৫ জন, পাঞ্জাব অ্যাসেম্বলির ১০৬ জন এবং সিন্ধু অ্যাসেম্বলির নয়জন সদস্য তাদের হলফনামা জমা দিয়েছিলেন।
সবশেষ ন্যাশনাল পার্লামেন্টে নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্রভাবে অংশ নিয়ে ৯৩টি আসনে জয় পায়।
পিটিআই আন্তঃদলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওমর আইয়ুব খান ও ব্যারিস্টার গোহর খান ইচ্ছাকৃতভাবে এসআইসি সদস্য হওয়ার জন্য হলফনামা দাখিল করেননি বলে জানিয়েছে দলীয় সূত্র।
কেপির মুখ্যমন্ত্রী পদের জন্য পিটিআই মনোনীত আলী আমিন গন্ডাপুর নির্বাচন কমিশনে হলফনামা জমা দেননি।
নির্বাচন কমিশনে প্রজ্ঞাপন আটকে থাকায় দাওয়ার কুন্দি নামে আরেক স্বতন্ত্র প্রার্থী হলফনামা জমা দেয়ার সুযোগ পাননি।
পিটিআই সূত্র অবশ্য জানিয়েছিল, ওমর আইয়ুব খান এবং গোহর খান ছাড়া প্রজ্ঞাপন জারি হওয়া সকল জাতীয় ও প্রদেশিক পরিষদের স্বতন্ত্র সদস্য এসআইসিতে যোগদান করে।