ফিলিপাইনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১৫
টুইট ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের মধ্যাঞ্চলে ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে গবাদি পশু ব্যবসায়ীরা ছিলেন এবং একপর্যায়ে সেটি গভীর খাদে পড়ে যায়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ফিলিপাইনে গবাদি পশু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক ৪০ থেকে ৫০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ার পর ১৫ জন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটি প্রাদেশিক পুলিশ জানিয়েছে।
নিগ্রোস ওরিয়েন্টালের প্রাদেশিক পুলিশ অফিসের মুখপাত্র স্টিফেন পোলিনার ডিডব্লিউপিএম রেডিও স্টেশনকে বলেন, ‘ট্রাক চালানোর একপর্যায়ে ব্রেক ফেল হওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুই দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তা পিচ্ছিল ছিল।’
দুর্ঘটনার পর বুধবার বিকেলে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে ছুটে যায় জানিয়ে পোলিনার বলেন, চালককে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে অভিযোগের মুখোমুখি করা হতে পারে।
রয়টার্স বলছে, গাড়িতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা রাস্তাসহ গণপরিবহনে শঙ্খলা রক্ষায় শিথিলতার জন্য ফিলিপাইন কুখ্যাত।
এর আগে গত বছরের ডিসেম্বরে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় অ্যান্টিক প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৭ জন নিহত হয়েছিলেন।