রাশিয়ার পুতিন বিরোধী নেত্রী ইউলিয়া নাভালনায়া: স্বামী হত্যায় লড়াই করার আহ্বান
বিশ্ব ডেস্ক: রাশিয়ার পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া সোমবার বলেছেন, স্বাধীন এক রাশিয়ার জন্য তার স্বামীর অবদানকে সবার মনে রাখা উচিত। আরও বেশি উদ্যম নিয়ে প্রেসিডেন্ট পুতিন এর বিরুদ্ধে সমর্থকদেরকে লড়াই করারও আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত নয় মিনিটের এক ভিডিও বার্তায় ৪৭ বছর বয়সী নাভালনায়া বলেছেন, পুতিন তার স্বামীকে হত্যা করেছেন। এর ফলে তিনি তার স্বামীকে হারিয়েছে এবং তাদের সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে।
‘তিনি বলেন, এমন অপরাধের একমাত্র জবাব হচ্ছে একটি স্বাধীন ও সমৃদ্ধ রাশিয়ার জন্য তার প্রয়াত স্বামীর লড়াইকে চালিয়ে যাওয়া।’
তিনি যোগ করেন, সামান্য আশা থাকলেও রাশিয়ানরা ভিন্নভাবে বাঁচতে চেয়েছে।
ভিডিও বার্তায় নাভালনায়া বলেন, ‘আমি একটি স্বাধীন রাশিয়ায় থাকতে চাই। আমি একটি মুক্ত রাশিয়া তৈরি করতে চাই। আমি অ্যালেক্সেই নাভালনির সংগ্রাম চালিয়ে যাব।’
তিনি বলেন, ‘আপনাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের ক্ষোভকে আমার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানাচ্ছি। এই ক্রোধ ও ঘৃণা তাদের প্রতি, যারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছে।’
নাভালনির শরীর থেকে নভিচক নার্ভ এজেন্ট এর চিহ্ন হারিয়ে যাওয়ার জন্য রাশিয়ান কর্তৃপক্ষ তার মৃতদেহকে লুকিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন নাভালনায়া।
নাভালনায়া বলেন, ‘ভ্লাদিমির পুতিন আমার স্বামীকে হত্যা করেছেন। অ্যালেক্সেইকে হত্যার মাধ্যমে পুতিন আমার অর্ধেককে, আমার হৃদয়ের অর্ধেককে, আমার আত্মার অর্ধেককে হত্যা করেছে।’
তিনি যোগ করেন, ‘কিন্তু আমার বাকি অর্ধেক এখনও জীবিত রয়েছে। আমার জীবিত অংশটি আমাকে বলছে যে, আমার হাল ছেড়ে দেয়ার অধিকার নেই। আমি আমাদের দেশের মুক্তির জন্য অ্যালেক্সেই নাভালনির লড়াই চালিয়ে যাব।’
নাভালনির মৃত্যুতে নিজেদের দায় অস্বীকার করেছে ক্রেমলিন। তারা জানায়, নাভালনির মৃত্যুতে পুতিনের সংশ্লিষ্টতা নিয়ে পশ্চিমাদের দাবি অগ্রহণযোগ্য।
অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।
৪৭ বছর বয়স্ক নাভালনি আর্কটিকে অবস্থিত পোলার ওল্ফ কারাগারে শুক্রবার কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং মারা যান। কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই কারাগারে নাভালনি কারাদণ্ডের সাজা ভোগ করছিলো।
ক্রেমলিন সোমবার জানিয়েছে, তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।