টেক্সাস সীমান্তে সেনাবাহিনীর গুলিতে ১২ বন্দুকধারী নিহত
বিশ্ব ডেস্ক: মেক্সিকোর টেক্সাস সীমান্তে সেনাবাহিনীর গুলিতে ১২ বন্দুকধারী নিহত হয়েছে। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী স্টেইট তামাউলিপাসের নিরাপত্তা বিভাগ রোববার রাতে জানিয়েছে, টেক্সাসের রোমা সীমান্তের পাশে মিগুয়েল আলেমান শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিরাপত্তা বিভাগ তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সেনাদের ওপর হামলা করা হয় এবং গোলাগুলিতে ১২ জন সন্দেহভাজন নিহত হয়। ঘটনাস্থল থেকে ১২টি রাইফেল জব্দ করা করেছে সেনারা।
নিরাপত্তা বিভাগ সৈন্যদের ওপর হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
মেক্সিকোর সেনাবাহিনী জানিয়েছে, গোলাগুলির বিষয়ে তাদের কাছে এখনও কোন তথ্য নেই।
মিগুয়েল আলেমানে প্রায়ই সহিংসতা হয়ে থাকে।