হুথিদের হামলায় ক্ষতিগ্রস্থ বৃটিশ জাহাজ, নিরাপদে ক্রুরা
বিশ্ব ডেস্ক: এডেন উপসাগরে রোববার হুথিদের ভয়াবহ হামলার শিকার বেলিজের পতাকাবাহী বৃটেনে নিবন্ধিত কার্গো জাহাজ ‘রুবিমার’ ক্রুরা নিরাপদে জাহাজ ত্যাগ করেছেন।
সৌদি আরব থেকে বুলগেরিয়া যাওয়ার পথে হামলার সময় জাহাজটি এডেন উপসাগরের বাব আল-মান্দাব প্রণালীতে অবস্থান করছিল।
রুবিমারের নিরাপত্তা সংস্থা এলএসএস সাপু এবং তথ্য সরবরাহকারী লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স নিশ্চিত করেছে যে, দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
‘হুথি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেন জাহাজটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যেকোনো সময় ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাহাজ এবং এর ক্রুরা নিরাপদে আছেন বলে জানিয়েছে। এ ছাড়া তাদের সহায়তা দিতে সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
বৃটেন সরকারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, হামলার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ‘রেড সি’তে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বর্তমানে এইচএমএস রিচমন্ড টহল অব্যাহত রেখেছে।
নভেম্বরে মাঝামাঝি সময় থেকে গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যার প্রতিবাদ হিসেবে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত মিসাইল ও ড্রোন হামলা করতে থাকে হুথিরা।
ইরান সমর্থিত হুথিদের হামলা থামাতে আমেরিকা ও বৃটেন একাধিকবার হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালালে এতে কোন সফলতা আসেনি।