অবশেষে ভারতের জাতীয় দলে ডাক পেলেন সরফরাজ খান
টুইট ডেস্ক : জাতীয় দলে নিজের জায়গা করে নিতে লম্বা সময় ধরে সংগ্রাম করেছেন ভারতের সরফরাজ খান। টিম ইন্ডিয়ার অংশ হয়ে হেন কাজ নেই করেননি তিনি। ব্যাট হাতে ভারতের ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছেন সারা বছর।
তবে কোনো এক অজ্ঞাত কারণে সুযোগ আসেনি কখনো। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তার দলে ডাক পাওয়াটাই ছিল বড় খবর।
হার্শা ভোগলে যেমন বলেছিলেন, ভারতীয় নির্বাচকদের দরজা ভেঙেই দলে এসেছেন সরফরাজ। সেই সরফরাজ দলে এসেও সুযোগ পাননি প্রথম দুই টেস্টে। তবে রাজকোটের তৃতীয় টেস্টে এসে অবশেষে খুলল তার কপাল।
জোড়া অভিষেকের দিনে প্রথমবার ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। পেয়েছেন মর্যাদার টেস্ট ক্যাপ। ভারতের টপঅর্ডার দিনের প্রথম সেশনেই গুটিয়ে গিয়েছে। আজই ব্যাট হাতে দেখা যেতে পারে তাকে।
২০১৯ সাল থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফর্মও করছেন সরফরাজ। ২০১৯-২০ ও ২০২১-২০২২ টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ৯০০-এর বেশি রান। ঘরোয়া ক্রিকেটে ৬৬ ইনিংসে তার গড় ৬৯.৮৫, যা ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ গড় ৯৫.১৪ স্যার ডন ব্রাডম্যানের।
এর আগে ২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের হ্যারিস শিল্ড আন্তঃস্কুল টুর্নামেন্টে ৪৩৯ রানের ইনিংস খেলে আলোয় আসেন সরফরাজ।
তবে সাম্প্রতিক বছরগুলোতে এত ধারাবাহিক হওয়া সত্ত্বেও কিছুতেই তার জন্য জাতীয় দলের সুযোগ আসছিল না। যা নিয়ে সমালোচনাও হচ্ছিল নির্বাচকদের।
রাজকোটের এই টেস্টে ভারতীয় দলে জোড়া বদল করা হয়েছে। চোটের কারণে খেলতে পারছেন না লোকেশ রাহুল। বাদ পড়েছেন শ্রেয়স আয়ারও। সেই জায়গায় দলে অভিষেক হয়েছে সরফরাজ খানের। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক শ্রীকর ভরত।
একইদিনে লাল বলের ক্রিকেটে অভিষেক হচ্ছে ধ্রুব জুড়েলের। বাদ পড়েছেন মুকেশ কুমার। সেই জায়গায় প্রথম একাদশে ফিরেছেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় দলে আরও একটি বদল হয়েছে। অক্ষর প্যাটেলের বদলে প্রথম একাদশে জায়গা পেয়েছেন চোট সারিয়ে ফেরা রবীন্দ্র জাদেজা।