বিদেশি মুদ্রা সংগ্রহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বুথ নেই: সিটি ব্যাংকের ব্যাখ্যা
টুইট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা সংগ্রহে অনিয়মের কারণে সরকারি-বেসরকারি ৯টি ব্যাংকের প্রধান নির্বাহীদের ডেকে বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে। সম্প্রতি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত এমন সংবাদ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে সিটি ব্যাংক।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ব্যাংকটির প্রধান জনসংযোগ কর্মকতা ইয়াহিয়া মির্জা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংকের কোনো বুথ নেই। যে বুথটি ছিল তা ২০২১ সালে বন্ধ করে দেওয়া হয়। কাজেই বৈদেশিক মুদ্রা সংক্রান্ত অনিয়মে সিটি ব্যাংকের কর্মকর্তারা কোনোভাবেই জড়িত নয়।
বর্তমানে সিটি ব্যাংকের একটি অনলাইন ব্যাংকিং বুথ আছে, যা সিএনএফ এজেন্ট ও অন্যান্যদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় ও আমদানি সম্পর্কিত চার্জ গ্রহণ করে থাকে, বলে জানানো হয়েছে বিবৃতিতে ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সঙ্গে এক মিটিংয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিষয়টি জানিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়।