রাজশাহীতে ঝটিকা হামলায় বাস-ট্রাক ভাঙচুর

নিজস্ব প্রতবিদেক : বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে রাজশাহীতে বিএনপি-জামায়াতের তৃতীয় দফা ডাকা অবরোধ পালিত হচ্ছে। অবরোধে দুরপাল্লার বাস ছাড়া সব ধরণের যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজশাহী শহরে অবরোধের সমর্থনে রাস্তায় কাউকে দেখা যায়নি।
তবে দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরে বাস ও ট্রেকে ঝটিকা হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। তারা মহাসড়কের উপর ইট ভেঙ্গে বেরিকেট সৃষ্টি করে এবং দাড়িয়ে থাকা একটি বাস ও দুইটি ট্রাকে ভাঙচুর চালায়।
এদিকে, বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১ টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন মোড় থেকে শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।

এছাড়াও অবরোধের প্রতিবাদে সকালে সাহেববাজার জিরোপয়েন্ট মানববন্ধন করে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা ও জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন।






