নেতানিয়াহুর নির্দেশে রাফাহ থেকে প্যালেস্টিনিয়ানদের সরানোর পরিকল্পনা
বিশ্ব ডেস্ক: হামাসকে নির্মূলের পাশাপাশি গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ থেকে এক মিলিয়নের বেশি প্যালেস্টেনিয়ানকে সরিয়ে নেয়ার জন্য সেনাবাহিনীকে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘রাফাহতে হামাসের চারটি ব্যাটালিয়ন ধ্বংস করা ছাড়া হামাসকে নির্মূল করা সম্ভব নয়। রাফাহতে হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনার আগে যুদ্ধ অঞ্চল থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নেয়া প্রয়োজন।’ তাই বেসামরিক জনগণকে সরিয়ে নিতে ও হামাসের ব্যাটালিয়নগুলো ভেঙ্গে ফেলতে ইসরায়েলি সংসদে পরিকল্পনা পেশ করার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) কে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
এর আগে নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, আইডিএফ দ্রুতই হামাসের শেষ ঘাঁটি রাফাহতে হামলা চালাবে।
গাজার শেষ জনবহুল শহর হচ্ছে রাফাহ। যা এখন পর্যন্ত আইডিএফ দখলে নিতে পারেনি।
জাতিসংঘ বলছে, ‘রাফাহতে বর্তমানে ১.৩ মিলিয়নেরও বেশি মানুষ রয়েছেন যার প্রায় বেশিরভাগই গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছে।’