নাটকীয়তার ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত
টুইট ডেস্ক : অবশেষে এলো সেই নাটকীয় সিদ্ধান্ত। প্রায় ৫ ঘণ্টার উত্তেজনা আর বিতর্কের পর অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত, দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এরপর টাইব্রেকারেও ১১-১১ গোলে অমীমাংসিত থাকে খেলা। তারপরই শুরু হয় নাটক।
শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। টসের ভাগ্য পরীক্ষায় জিতেই শিরোপা জয়ের উদযাপন করতে থাকে ভারত। কিন্তু তাতে আপত্তি করে বসে বাংলাদেশ। টসের মাধ্যমে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত বর্জন করে বাংলাদেশ। পরে ভুল বুঝতে পেরে ফলাফল বাতিল করে ম্যাচ কমিশনার। কিন্তু তা না মেনে মাঠ ছাড়ে ভারত।
একবার শোনা যায়, ভারতকে মাঠে ফেরার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তারা না এলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসে কর্তৃপক্ষ। শেষমেশ সিদ্ধান্ত বদলান কমিশনারও। দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।