আমেরিকার হামলা হলে তেহরান পাল্টা জবাবে দ্বিধা করবে না

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ছবি : সংগৃহীত

বিশ্ব ডেস্ক: সোমবার (৫ ফেব্রুয়ারি), ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন যে, ইরানের মাটিতে আমেরিকা হামলা চালালে তেহরান পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরানের ওপর হামলা বাতিল করা হয়েছে কিনা তা প্রকাশ করতে অস্বীকৃতি জানায় হোয়াইট হাউজ।

এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ইসলামিক রিপাবলিক (ইরান) তার নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে সবসময়ই চূড়ান্ত প্রতিক্রিয়া দেখিয়েছে।’

ইরান তার ভূখণ্ডে যেকোনো হামলার জবাব দিতে ‘তার সক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘তেহরান এ অঞ্চলে উত্তেজনা ও সংকট বাড়াতে চায় না।’

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান পশ্চিম এশিয়ার দেশগুলোর বিরুদ্ধে অ্যামেরিকার সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানান। এর সঙ্গে এসব দেশের ক্রোধের পরীক্ষা নেয়ার ব্যপারে
আমেরিকা ও বৃটেনকে সতর্ক করে দেন।

আমির-আবদুল্লাহিয়ান এক এক্স বার্তায় বলেন, ‘‘আমরা ইয়েমেনে আমেরিকা ও বৃটেনের সামরিক হামলা এবং ইরাক ও সিরিয়ায় আমেরিকান আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। ইরাক, সিরিয়া, ইয়েমেন ও প্যালেস্টাইনের (গাজা ও পশ্চিম তীর) নিরাপত্তাকে আমরা এ অঞ্চলের নিরাপত্তা বলে মনে করি।’’

আমেরিকা পাল্টা অভিযোগ করে আসছে, ইরান তাদের প্রস্থি হুথি, হিজবুল্লাহ ও ইরাকি প্রতিরোধ বাহিনীকে পুরো অঞ্চলে ছেড়ে দিয়ে গাজায় সংঘাত বাড়িয়ে তুলেছে।

হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর জেইক সালিভান বলেন, ‘সিরিয়া ও ইরাকের যেসব সংগঠন ইরানের সমর্থন পায় তাদের বিরুদ্ধে আমেরিকা প্রতিশোধ অব্যাহত রাখবে।’

আমেরিকা সরাসরি ইরানে হামলা করার বিষয়টি নাকচ করে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সালিভান বলেন, ‘আমরা কী পদক্ষেপ নিচ্ছি এবং বাতিল করছি তা নিয়ে কথা বলা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে না।’