সিরিয়ায় ছয় কুর্দি যোদ্ধা নিহত: ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর দায় স্বীকার
বিশ্ব ডেস্ক: সিরিয়ায় আমেরিকান সেনাবাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় কুর্দি যোদ্ধা নিহতের ঘটনায় ইরাকের ইরান -সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দায় স্বীকার করেছে।
সিবিএস জানায়, অজ্ঞাত স্থান থেকে ড্রোন উৎক্ষেপণের ছবিসহ একটি ভিডিও প্রকাশ করে স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) ইরাকি মিলিশিয়া গোষ্ঠীটি সিরিয়ায় হামলা চালানোর দাবি করে।
হামলার বিষয়ে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) সোমবার জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এল-জোরের আল-ওমর ঘাঁটিতে স্থানীয় সময় রোববার গভীর রাতে একটি ড্রোন আঘাত হানলে ছয় কুর্দি যোদ্ধা নিহত হয়।
হামলা হওয়া ঘাঁটিতে কুর্দি যোদ্ধাদের কমান্ডো প্রশিক্ষণ দেয়া হয় বলে জানিয়েছে তারা।
সিরিয়ায় মোতায়েন ৯০০ আমেরিকান সেনার মধ্যে এ ঘাঁটিতেও কিছু সেনা সদস্য রয়েছেন।
এ হামলায় আমেরিকান সেনাবাহিনীর কোন সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসলামিক স্টেইট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চলমান যুদ্ধে কুর্দিরা অ্যামেরিকান বাহিনীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
জর্ডানে তিন সেনা নিহতের ঘটনায় ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর শুক্রবার থেকে হামলা শুরু করেছে আমেরিকা ও বৃটেন।
কুর্দিদের ওপর এ হামলাটিকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।