ওরিয়ন ৩৭তম গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৪: বাংলাদেশ সৈনিকদের জয়

টুইট ডেস্ক: ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ’ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সাহাব উদ্দিন ওরিয়ন ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ পুরুষ একক এর শিরোপা জয় অর্জন করেন। শেষ রাউন্ডে পারের চেয়ে ২ স্ট্রোক কম খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করে।

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবু বকর সিদ্দিক রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর চার রাউন্ডের ফলাফল পারের চেয়ে ০২ স্ট্রোক বেশি।

শ্রীলংকার গলফার উচিধা আকাশ প্রিয়ামান্থা রানাসিনহে আরাসিগে (Uchitha Akash Priyamantha Ranasinghe Arachchige) পারের চেয়ে ০৫ স্ট্রোক বেশি খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

অপরদিকে মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আখতার ও সৈনিক জাকিয়া সুলতানা এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা ‘এ’ দল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ৩১ স্ট্রোক বেশি খেলে ১৬০ + ১৫৯ = ৩১৯ এস স্কোর নিয়ে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন।

মালয়েশিয়ার পুত্রি নাতাশা আমিরা বিনতি রুজলি (Putri Natasha Ameera Binti Roslee) এবং আনিশা ইভা ভেলু (Anessha Eva Velu) এর সমন্বয়ে গঠিত মালয়েশিয়ার মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁদের দুই রাউন্ডের সর্বমোট গ্রস স্কোর ১৫৫ + ১৭০ = ৩২৫ যা পারের চেয়ে ৩৭ স্ট্রোক বেশি ।

মহিলা এককে মালয়েশিয়ার পুত্রি নাতাশা আমিরা বিনতি রুজলি পারের চেয়ে ১১ স্ট্রোক বেশি খেলে ৮১ + ৭৪ = ১৫৫ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। বাংলাদেশ মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ১৫ স্ট্রোক বেশি খেলে ৮২ + ৭৭ = ১৫৯ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।