বিশ্বের শীর্ষ ভিডিও গেম নির্মতা টেনসেন্টে দুর্নীতি, ১২০ কর্মী বরখাস্ত
টুইট ডেস্ক: চায়নার প্রযুক্তি জায়ান্ট কোম্পানি টেনসেন্ট দুর্নীতি ও অর্থ আত্মসাতসহ তাদের কোম্পানির জালিয়াতি বিরোধী আইন লঙ্ঘন করায় গত বছর ১২০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছে।
হংকংয়ের শেয়ার বাজারের তালিকাভূক্ত এ কোম্পানি বিশ্বের শীর্ষ ভিডিও গেম নির্মাতা ও জনপ্রিয় উইচ্যাটের মালিক। এপটি দেশের প্রতিটি ফোনে প্রিলোড করা থাকে।
‘রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২২ সালে টেনসেন্টের প্রতিষ্ঠাতা পনি মা (মা হূয়াতেং) তার কোম্পানির দুর্নীতির মাত্রা ‘চরম পর্যায়ে’ পৌঁছেছে বলে বর্ণনা করে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’
টেনসেন্ট জানায়, গত বছর ৭০টিরও বেশি আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
এক বিবৃতিতে শুক্রবার গ্রুপটি বলেছে, ‘কোম্পানি থেকে ১২০ জনেরও বেশি লোককে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির আচরণবিধি লঙ্ঘন করায় তাদের চাকুরিচ্যুত করা হয়।’ নসেন্টের বর্তমানে ১ লাখের বেশি কর্মী রয়েছে।