ওয়াশিংটন স্টেটে গ্যারেজে মিলল নিষ্ক্রিয় পরমাণু ক্ষেপণাস্ত্র

এআইআর-টু জিনি রকেট। ছবি : সংগৃহীত

বিশ্ব ডেস্ক: ওয়াশিংটন স্টেইটের পুলিশ একটি গ্যারেজে পুরনো মরচে পড়া একটি নিষ্ক্রিয় পরমাণু ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে। এটি একটি নিষ্ক্রিয় পরমাণু ক্ষেপণাস্ত্র।

ওহাইওর একটি সামরিক জাদুঘর বুধবার বেলভিউ শহরের পুলিশকে ফোন করে এটি পাওয়ার কথা জানায়। এরপর পুলিশ সেখানে বম্ব স্কোয়াড পাঠায়।

এলটন জনের আইকনিক গান ‘রকেট ম্যান’-এর কথা উল্লেখ করে পুলিশ বলেছে, ‘আমরা মনে করি, এ ধরনের আরেকটি কল পেতে আমাদের অনেক সময় লাগবে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিভাইসটি ডগলাস এআইআর-টু জিনি, এটি একটি অনিয়ন্ত্রিত এয়ার-টু-এয়ার রকেট যা ‘১.৫ কেটি ডব্লিউ২৫ পারমাণবিক ওয়ারহেড’ বহনের জন্য ডিজাইন করা হয়েছে।

তবে কোনও ওয়ারহেড সংযুক্ত না থাকায় কোনো বিপদের আশঙ্কা ছিল না।

বেলভিউ পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র সেথ টাইলার শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিবিসিকে বলেন, ‘ডিভাইসটি মূলত রকেট জ্বালানির জন্য একটি গ্যাস ট্যাংক ছিল।’

তিনি ঘটনাটিকে ‘মোটেও গুরুতর নয়’ বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, ‘আসলে আমাদের বম্ব স্কোয়াডের সদস্য আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমরা একটি জং ধরা ধাতব টুকরো নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করছি।’

ওহাইওর ডেটনের কাছে ইউএস এয়ার ফোর্সের ন্যাশনাল মিউজিয়াম থেকে পুলিশকে ফোন করা হয়।

সিয়াটল টাইমসের খবরে বলা হয়েছে, কোল্ড ওয়ারের সময় অ্যামেরিকা ও ক্যানাডা এই রকেট ব্যবহার করেছিল। জিনি রকেটের প্রথম এবং একমাত্র ফায়ারিং হয়েছিল ১৯৫৭ সালে এবং এর উৎপাদন ১৯৬২ সালে শেষ হয়।