কোহলি-আনুশকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান
টুইট ডেস্ক : বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
ভামিকার জন্মের তিন বছর পর এই দম্পতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন থাকলেও, সম্প্রতি তা নিশ্চিত করেছেন কোহলির ঘনিষ্ঠ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এই প্রোটিয়া কিংবদন্তি কোহলির খবরটি সামনে আনেন। ভারতীয় তারকা বেশ কিছুদিন পারিবারিক কারণে খেলার বাইরে থাকার সুযোগে নানা জল্পনা ছড়িয়েছে।
যা নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি যতদূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি। সেই কারণেই প্রথম দুই টেস্টে (ইংল্যান্ডের বিপক্ষে) ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’
এরপরই কোহলি-আনুশকা দম্পতির আসন্ন সন্তানের খবর ফাঁস করেন ডি ভিলিয়ার্স, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে।
তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই।’
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলার সুবাদে ডি ভিলিয়ার্স-কোহলি একে অপরের ঘনিষ্ঠ। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কোহলির সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে জানিয়ে সাবেক প্রোটিয়া তারকা বলছেন, ‘সে কী বলেছে, দেখি।
আমি তোমাদের কিছুটা ভালোবাসা দিতে চাই। তো, আমি তাকে লিখলাম যে বেশ কিছুদিন ধরে তোমার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। তুমি কেমন আছো? সে বলল, “এখন আমার পরিবারের সঙ্গে থাকা দরকার।
ঘরের মাঠে ভারত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেললেও, কোহলি প্রথম দুই ম্যাচ থেকে ছুটি নিয়েছেন। যদিও তার ছুটির পেছনে ‘ব্যক্তিগত কারণে’র কথা উল্লেখ করা হয় বিসিসিআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে।
তাই নানামুখী আলোচনা তৈরি হয়েছে এই তারকা ক্রিকেটারকে নিয়ে। এছাড়া গুঞ্জন উঠেছিল, তার মা সরোজ কোহলি অসুস্থ। তবে ডি ভিলিয়ার্সের কথায় পাওয়া গেল ভিন্ন খবর।
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী আনুশকা ও কোহলি বিয়ে করেন ২০১৭ সালে। তারকা এই দম্পতি অনেকে পছন্দ করে বিরুশকা নামেও ডেকে থাকেন। তাদের দ্বিতীয় সন্তানের জল্পনা চলছে আরও আগে থেকে, যদিও সেভাবে কেউই বিষয়টি নিয়ে কথা বলেননি।
দক্ষিণ আফ্রিকা সিরিজেও প্রায় একই কারণে কোহলি হঠাৎ দেশে ফিরেছিলেন বলে জানা যায়। এদিকে, চলমান সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর, দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণে ভারত।