মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকি নিয়ে পেন্টাগনে আলোচনা
বিশ্ব ডেস্ক: মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এবং বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপস পেন্টাগনে বুধবার এক বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় হুমকি নিয়ে আলোচনা করেছেন।
পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল পাত রাইদার এক বিবৃতিতে বলেছেন, ‘দুইজন মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীর ওপর ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের হামলা, ‘রেড সি’তে আন্তর্জাতিক জাহাজে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা, গাজায় মানবিক সহায়তা এবং ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন।’
এ সময়ে অস্টিন হুথি আগ্রাসন দমন প্রচেষ্টায় বৃটেইনের অবিচল সমর্থনের জন্যে শ্যাপসকে ধন্যবাদ জানান।
রেড সিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের আক্রমণের কারণে আমেরিকা ও বৃটেন গ্রুপটির অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।
এদিকে অক্টোবর থেকে ইরাক, সিরিয়া ও জর্ডানে আমেরিকা ও তার মিত্রবাহিনীর ওপর ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো ১৬৫ বারেরও বেশি হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় আমেরিকান সমর্থন এবং এ অঞ্চলে আমেরিকান সৈন্যের উপস্থিতির কারণে এসব হামলা চালানো হচ্ছে।
এছাড়া গাজায় অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে হুথিরা রেড সিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে শুরু করে।