ভারতীয় নৌবাহিনীর অপারেশনে ১৯ পাকিস্তানি নাবিক উদ্ধার

জলদস্যুদের আটক করেছে ভারতীয় নৌবাহিনী। ছবি : সংগৃহীত

বিশ্ব ডেস্ক: মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার উপকূলে জলদস্যুদের ছিনতাই করা একটি মাছ ধরার জাহাজ থেকে ১৯ জন পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে।

এর আগে নৌবাহিনী এডেন উপসাগরে নিরাপত্তায় নিয়োজিত ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা জাহাজটির কাছ থেকে ছিনতাই হওয়ার খবর পেয়ে তার পিছু নেয়েছিল। খবরটি নিশ্চিত করে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

বিবিসি জানায়, ইরানের পতাকাবাহী আল নাইমি নামক জাহাজ থেকে জলদস্যুদের আটকের পর ওই পাকিস্তানি নাবিকদের মুক্ত করার কথা স্থানীয় সময় মঙ্গলবার এক্সে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ভারতের নৌবাহিনী।

ভারতীয় নৌবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়েছে, ছিনতাই হওয়ার খবর পেয়ে এটির পিছু নেয় এবং জলদস্যুদের আটক করে পাকিস্তানি নাবিকদের মুক্ত করে।

জলদস্যুদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানানো না হলেও ভারতীয় নৌবাহিনীর এক্সে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সশস্ত্র নৌবাহিনীর কর্মীরা পিঠের পেছনে হাত বাঁধা অবস্থায় জলদস্যুদের পাহারা দিচ্ছে।

৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রার এটি ছিল দ্বিতীয় উদ্ধার অভিযান।

এর আগে, যুদ্ধ জাহাজটি জলদস্যুদের ছিনতাই করা অন্য আরেকটি জাহাজ থেকে ১৭ জন ইরানি ক্রুকে উদ্ধার করে।