সুদান ও সাউথ সুদানে সংঘর্ষে নিহত ৫২, আহত ৬৪
বিশ্ব ডেস্ক: তেলসমৃদ্ধ আবেই অঞ্চলে সুদান এবং সাউথ সুদানের মধ্যে বিরোধপূর্ণ ঘটনা ঘটেছে এবং এতে জাতিসংঘের এক শান্তিরক্ষী সহ ৫২ জন নিহত হয়েছে, এতে আরও অন্তত ৬৪ জন আহত হয়েছে। এই ঘটনা ২০২১ সালের পর সবচেয়ে মারাত্মক হিসেবে উল্লেখ করা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে তথ্যমন্ত্রী বুলিস কোচ শনিবার সন্ধ্যায় চালানো হামলার কারণ সম্পর্কে কিছু তথ্য জানাতে পারেননি, তবে তিনি মনে করেন এটি ভূমির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।
এই অঞ্চলে মারাত্মক জাতিগত সহিংসতা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রতিবেশী ওয়ারাপ স্টেইট টুইক ডিঙ্কা উপজাতি সদস্যরা সীমান্তের অঞ্চল নিয়ে আবেইয়ের এনগোক ডিঙ্কার সঙ্গে ভূমি বিরোধে লিপ্ত।
‘কোচ বলেন, শনিবারের সহিংসতায় হামলাকারী নুয়ের উপজাতির সশস্ত্র যুবকরা গত বছর বন্যার কারণে ওয়াররাপ রাজ্যে চলে এসেছিল।’
এক বিবৃতিতে আবেইতে মোতায়েন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএসএফএ) সংহিংসতায় এক শান্তিরক্ষী নিহতের ঘটনা সহিংসতার নিন্দা জানিয়েছে।
‘নিইনকুয়াক, মাজবং এবং খাদিয়ান অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে ইউএনআইএফএসএ। সংঘর্ষের ফলে হতাহতের ঘটনা ঘটেছিল এবং বেসামরিক লোকজনকে ইউএনআইএসএফএ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছিল বলেও জানায় জাতিসংঘের এই শান্তিরক্ষী মিশন।’
বিবৃতিতে বলা হয়,‘আগোকের ইউএনআইএসএফএ ঘাঁটিতে একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। মিশন হামলাটি প্রতিহত করলেও দুঃখজনকভাবে ঘানার এক শান্তিরক্ষী নিহত হয়।’
২০০৫ সালে সুদানের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটানোর পর থেকে আবেই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সুদান ও সাউথ সুদানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সুদান এবং সাউথ সুদান উভয়ই আবের মালিকানা দাবি করে আসছে। এমনকি ২০১১ সালে সুদান থেকে সাউথ সুদান স্বাধীন হওয়ার পর থেকে এই অঞ্চলটির নিয়ন্ত্রণের বিষয়টি অমীমাংসিত রয়েছে।