জর্ডানে ড্রোন হামলায় ৩ আমেরিকান সেনা নিহত, আহত ২৫

প্রতীকী ছবি

বিশ্ব ডেস্ক: জর্ডানের একটি ঘাটিতে ড্রোন হামলায় তিনটি আমেরিকান সেনা নিহত এবং ২৫ জন আহত হয়েছে। খবরটি জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই অঞ্চলে আমেরিকান সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো। যদিও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এতদিন কেউ নিহত হয়নি।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, তিনি এই হামলার প্রকৃত তথ্য সংগ্রহ করছেন । তিনি আরোও বলেন, তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত উগ্র জঙ্গি গোষ্ঠীগুলি এই হামলা চালিয়েছে। কোনো সন্দেহ নেই যে, আমরা দায়ী সকলকে উপযুক্ত সময়ে সমুচিত জবাব দেয়া হবে।