হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে বাংলাদেশিসহ সব ক্রু নিরাপদে
বিশ্ব ডেস্ক: এডেন উপসাগরে শুক্রবার (২৬ জানুয়ারি) হুথিদের হামলায় লাগা কয়েক ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্থ বাণিজ্যিক জাহাজ এমভি মার্লিন লুয়ান্ডায় থাকা বাংলাদেশিসহ ২৩ ক্রুর সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছে জাহাজটির পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, এমভি মার্লিন লুয়ান্ডা পরিচালনা করা বহুজাতিক ট্রেডিং কোম্পানি ‘ট্রাফিগুরা’ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাফিগুরা জানায়, জাহাজটির সমস্ত ক্রু নিরাপদে আছেন এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, জাহাজটি বর্তমানে একটি নিরাপদ পোতাশ্রয়ের দিকে যাত্রা শুরু করেছে।
মার্লিন লুয়ান্ডাকে বৃটেনের জাহাজ উল্লেখ করে এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেন ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
এক হুথি মুখপাত্র বলেছেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে বৃটেন ও আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
এর আগে, হামলার খবর পেয়ে ফ্রান্স, ভারত ও আমেরিকান নৌবাহিনী জাহাজটিকে সহায়তা করেছে।
ভারতের স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) দেশটির নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে ক্ষতিগ্রস্থ বাণিজ্যিক জাহাজে ২২ জন ভারতীয় এবং সঙ্গে এক বাংলাদেশি ক্রু থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বৃটেনের মালিকানাধীন তেলবাহি জাহাজটিতে হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে এর জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।
‘রেড সি’তে জাহাজে হামলার জবাবে হুথিদের লক্ষ্যবস্তুতে সম্প্রতি বিমান হামলা শুরু করে আমেরিকা ও বৃটেইন।