সারা শরীরে কাদা মেখে কী বললেন ২ অভিনেত্রী
টুইট ডেস্ক : সারা শরীরে কাদা। চোখে সানগ্লাস। কাঁধের ওপর এলিয়ে আছে ভেজা চুল। এমন অবস্থায় ‘লুক’ দিচ্ছেন ক্যামেরার দিকে। এমন একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আলয়া এফ।
ছবিতে শুধু আলয়া একা নন। তার সঙ্গে রয়েছে আরেক অভিনেত্রী মানুষী চিল্লার। দুই নায়িকার সর্বাঙ্গে কাদা মাখা ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে।
যদিও কাদা মাখা নিয়ে অবশ্য রহস্য রাখেননি আলয়া। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পা-এ মজেছেন দুজনে। ‘মাড স্পা’ বলিপাড়ার অনেকেরই পছন্দের বিষয়।
এ বছরই মুক্তি পাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ অভিনীত আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড় মিঞা ছোট মিঞা’ ছবিটি। খুব জোরেশোরে চলছে সিনেমার শুটিং।
কাজের ফাঁকেই সমুদ্রের ধারে হঠাৎ সারা শরীরে কাদা মাখামাখি করলেন সিনেমার দুই অভিনেত্রী।