নিউ হ্যাম্পশায়ারেও ট্রাম্পের জয়জয়কার
টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াইয়ে আরও একটি পালক ডোনাল্ড ট্রাম্পের মুকুটে। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি নির্বাচনে আবারও জয় পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে আইওয়ায় জয়যুক্ত হয়েছিলেন ট্রাম্প। বস্তুত, আইওয়ায় ট্রাম্প জয়ী হওয়ার পরেই রিপাবলিকান প্রার্থীদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।
নিউ হ্যাম্পশায়ারে ৫৫ শতাংশ ভোট গণনার পর ট্রাম্প ৫৩ দশমিক আট শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্প যে পরিমাণ ভোট পেয়েছেন, তা থেকে স্পষ্ট তিনিই জয়যুক্ত হবেন।
অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে নিউ হ্যাম্পশায়ারে জয়ী হয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের জয় আরও একটি বিষয় প্রায় নিশ্চিত করে দিয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে তিনিই রিপাবলিকান প্রার্থী হতে চলেছেন।
তবে আদালতে একাধিক মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে ক্যাপিটলে দাঙ্গা বাঁধানোর অভিযোগও আছে। আদালত যদি কোনও কারণে ট্রাম্পের প্রার্থীপদ বাতিল করে দেয়, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। এখনও পর্যন্ত তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রিপাবলিকান শিবিরে ট্রাম্পের এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী নিক হ্যালি। এদিন ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর হ্যালি বলেছেন, ‘লড়াই এত দ্রুত শেষ হয়ে যাবে না। এখনও অনেক দূর যেতে হবে। ফলে লড়াই থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই উঠছে না।’
একইসঙ্গে হ্যালির অভিযোগ, ডেমোক্র্যাটেরা ট্রাম্পের জয়ের পেছনে আছে। কারণ, তারা চায় ট্রাম্পই রিপাবলিকান শিবির থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হোন।
সেক্ষেত্রে বাইডেনের জিততে সুবিধা হবে। হ্যালির এই অভিযোগ নিয়ে অবশ্য ডেমোক্র্যাট শিবির কোনও মন্তব্য করেনি।