ক্যামেরুনে প্রথম ম্যালেরিয়া টিকা ক্যাম্পেইন শুরু
বিশ্ব ডেস্ক: ক্যামেরুনে মশাবাহিত ম্যালেরিয়া রোধে বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ক্যাম্পেইন সোমবার শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতি বছরে প্রায় ২ লক্ষ৫০ হাজার শিশুকে ম্যালেরিয়া টিকা দেয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এবং অন্যান্য সংগঠনের শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে আশা করা হচ্ছে, মধ্য আফ্রিকার দেশটি প্রায় ৬ মিলিয়ন শিশুকে টিকা দিতে সক্ষম হবে ।
‘গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের চিফ প্রোগ্রাম অফিসার অরেলিয়া এনগুয়েন বলেন, ‘টিকা জীবন বাঁচাবে। এটি পরিবার ও দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বস্তি দেবে।’
২০২৫ সালের মধ্যে আফ্রিকার অন্যান্য ২০টি দেশেও ৬ মিলিয়নের ও বেশি শিশুকে ম্যালেরিয়া টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে।
গবেষণা অনুযায়ী, প্রতি বছরে আফ্রিকায় প্রায় ২৫০ মিলিয়ন মানুষ মশাবাহিত ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে এবং তাদের মধ্যে ৬ লক্ষ রোগী মারা যায়, যাদের বেশিরভাগ শিশু।