হুথিদের বিরুদ্ধে আমেরিকার হামলা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জো বাইডেন
টুইট ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানান, হুথিদের বিরুদ্ধে আমেরিকার হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন যে, হুথিরা ‘রেড সি’তে এখনও তাদের হামলা বন্ধ করেনি। বাইডেন উত্তর ক্যারোলিনায় যাওয়ার পথে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি সাংবাদিকদেরকে বলেছেন, হামলার উদ্দেশ্যে ‘রেড সি’তে হুথিরা কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আমেরিকা।
বাইডেন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদেরকে বলেন, ‘আমেরিকার হামলাগুলো কি হুথিদেরকে থামাতে পেরেছে? না। আমরা কি হামলা চালিয়ে যাব? হ্যা।’
ইউএস সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা হুথিদের দুইটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলো সাদার্ন ‘রেড সি’তে হামলার উদ্দেশ্যে প্রস্তুত করা ছিল।
একটি জাহাজে হুথিরা ড্রোন হামলা করার পর ইয়েমেনে হুথিদের উপর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আমেরিকা পঞ্চমবারের মতো হামলা চালিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমেরিকান বাহিনী স্থানীয় সময় বিকেল ৩ টা ৪০ মিনিটে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্রগুলোকে সনাক্ত করে এবং বুঝতে পারে যে সেগুলো ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও আমেরিকান নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য হুমকি। আমেরিকান বাহিনী তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার উদ্দেশ্যে হামলা চালিয়ে ওই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে।’
এই বিষয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদেরকে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি সেগুলো রক্ষণাত্মক।’
হুথি নেতারা বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক ঘণ্টার এক টেলিভিশন বক্তৃতায় ইসরায়েল, আমেরিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে জড়ানোকে ‘অত্যন্ত সম্মানের’ বলে অভিহিত করেছেন।
ওই বক্তৃতায় হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেন, ‘‘আমাদের প্রিয় সদস্যদের বিরুদ্ধে এই আগ্রাসন হলো ইয়েমেনের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও ইয়েমেনি জনগণের ওপর সরাসরি আক্রমণ।’’