হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারও তালিকাভূক্ত করছে আমেরিকা
টুইট ডেস্ক: বাইডেন প্রশাসন ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের আবারও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন (এসডিজিটি) হিসেবে তালিকাভূক্ত করতে চলছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ ‘রেড সি’ ও ‘এডেন উপসাগরে’ চলাচল করা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ সিদ্ধান্তের বিষয়টি সামনে আসছে।
এই পদক্ষেপ হুথিদেরকে বর্তমান বিদেশি সন্ত্রাসী সংস্থা (এফটিও) তালিকা থেকে বাদ দিয়ে আবারও এসডিজিটিতে অন্তর্ভূক্ত করবে। এই বিষয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের জানান, হুথিদের নিয়ে পর্যালোচনা এখনও প্রক্রিয়াধীন।
“গত ১২ জানুয়ারি হুথিরা সন্ত্রাসী সংগঠন কিনা তা জানতে চাইলে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ‘আমি মনে করি তারা সন্ত্রাসী।”
ট্রাম্প প্রশাসন তাদের ক্ষমতার একেবারে শেষদিকে সন্ত্রাসী হিসেবে উভয় তালিকায় অন্তর্ভূক্ত করেছিল হুথিদের।
হুথিরা সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সঙ্গে এক বছর ধরে গৃহযুদ্ধে লিপ্ত এবং ইয়েমেনের একটি বড় অংশ দখলে রেখেছে।